Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২৪

সর্বজনীন পেনশন স্কিমের বৈশিষ্ট্য

সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন ।

 

জাতীয় পরিচয় পত্রের (NID) ভিত্তিতে অনলাইনে রেজিস্ট্রেশন করা হলে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক পেনশনার আইডি প্রদান করা হবে।

 

মোবাইল নম্বর ও প্রবাসীদের ইমেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, OTP, জমার পরিমাণ এবং মাসিক জমা প্রদানের তারিখ অবহিত করা হবে।

 

প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ তাঁর পরিবারের ১৮ বা তদুর্ধ্ব এক বা একাধিক সদস্যের (যেমন- স্বামী, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন) নামে তাদের জন্য প্রযোজ্য স্কিমে নিবন্ধন করে মাসিক জমা প্রদান করতে পারবেন।

 

"প্রবাস" স্কিমে অংশগ্রহণকারীগণ ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে বৈদেশিক মুদ্রায় অথবা বাংলাদেশে তিনি যে ব্যাংক একাউন্টে রেমিটেন্স প্রেরণ করেন সে একাউন্ট হতে মাসিক জমা প্রদান করতে পারবেন।

 

"প্রবাস" স্কিমে সরাসরি বৈদেশিক মুদ্রায় প্রেরিত মাসিক জমার বিপরীতে সরকার ঘোষিত হারে প্রণোদনা পাওয়া যাবে। এ প্রণোদনার অর্থ তার হিসাবে যোগ হবে।

 

অন্যান্য স্কিমের মাসিক জমা নির্ধারিত ব্যাংকের কাউন্টারে সরাসরি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ব্যাংক একাউন্ট হতে অটো ডেবিট অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে দেওয়া যাবে।

 

জমার টাকা ট্রেজারি বন্ডসহ লাভজনক ও নিরাপদ খাতে বিনিয়োগ করা হবে।

 

সর্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত জমার বিপরীতে বিনিয়োগ কর রেয়াত পাওয়া যাবে এবং মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে।

আবেদনের সময় জমাকারীর ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক ।

 

জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ব্যাংকের প্রতিটি শাখা সম্মুখ (Front) অফিস হিসেবে কাজ করবে।

 

পেনশনের টাকা তোলার জন্য কোনো অফিসে যেতে হবে না । পেনশনারের ব্যাংক একাউন্টে বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস একাউন্টে (যেমনঃ বিকাশ, নগদ ইত্যাদি) পেনশনের অর্থ স্বয়ংক্রিয়ভাবে জমা হবে।

 

চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তাঁর নমিনী/নমিনীগণকে ফেরত দেওয়া হবে।

 

পেনশনার ৭৫ বছরের পূর্বে মৃত্যুবরণ করলে তার নমিনী/নমিনীগণ পেনশনারের বয়স ৭৫ বছর হওয়া পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

 

পেনশন স্কিম, স্কিমে জমার পরিমাণ, ও নমিনি যেকোনো সময় পরিবর্তন করা যাবে। তবে, পেনশনার আইডি অপরিবর্তিত থাকবে।