Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মে ২০২৪

সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট), জাতীয় পেনশন কর্তৃপক্ষ

Md Golam Mostofa

মোঃ গোলাম মোস্তফা, ১৯৬৪ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস সম্পন্ন করেছেন। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফিন্যান্সে এমবিএ করেছেন। ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগদানের পর তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


তিনি পনের বছরেরও অধিক সময় ধরে অর্থ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।সর্বশেষ অর্থবিভাগের অতিরিক্ত সচিব (প্রবিধি, বাস্তবায়ন ও রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে জাতীয় পেনশন কর্তৃপক্ষে সদস্য হিসেবে কর্মরত আছেন। তিনি যুক্তরাজ্যের ক্রাউন এজেন্টের ব্যবস্থাপনায় লন্ডন থেকে Chain Management, ওয়ার্ল্ড ব্যাংকের ব্যবস্থাপনায় ওয়াশিংটন ডিসি থেকে Core Courses on Pensions এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় চীনের সাংহাই থেকে Regional Economic and Financial Monitoring কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।


শিশু হাসপাতাল, শিশু একাডেমি, মেরিন একাডেমি, খুলনা পাবলিক কলেজ, হাফিজ জুট মিল, আমিন জুট মিল এবং জনতা জুট মিলের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে কাজ করার ব্যাপক ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। তিনি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, জাতীয় জাদুঘর এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন ।


তিনি IFIC Bank PLC -এর সরকার মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত বিভিন্ন কোর্স, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণের জন্যে যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য, চীন, জাপান, থাইল্যান্ড ,ভারত, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
তাঁর সহধর্মীনি একজন গৃহীনি। তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।