Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৪

সদস্য (প্রশাসন ও অর্থ), জাতীয় পেনশন কর্তৃপক্ষ

জনাব মোঃ মুর্শীদুল হক খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ৯ম ব্যাচে অডিট এন্ড একাউন্টস্ ক্যাডারে সহকারী মহা হিসাবরক্ষক পদে জানুয়ারী ১৯৯১ সালে যোগদান করেন। প্রায় ৩২ বছরের দীর্ঘ সরকারি কর্ম জীবনে তিনি সাংবিধানিক অফিস বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ বিভিন্ন বেসামরিক ও প্রতিরক্ষা অর্থ কার্যালয় এবং অডিট অধিদপ্তরে দায়িত্ব পালন করেন।

 

পরবর্তীতে ২০১২ সালে উপসচিব হিসেবে সচিবালয় পুলে যোগদান করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর এবং মিনিস্টার (পলিটিক্যাল)/ উপ-মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের একটি শান্তি রক্ষা মিশনের অর্থ শাখায় তাঁর কর্ম অভিজ্ঞতা আছে। তিনি বিভিন্ন সরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক বিধি-বিধান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। জনাব মুর্শীদ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

 

জনাব মুর্শীদ আদমজী ক্যান্টঃ স্কুল ও ঢাকা কলেজে অধ্যয়ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ’ছাড়া তিনি (ভূতপূর্ব) বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভলাপমেন্ট সেন্টার থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পন্ন করেন।